চীনের উপর মার্কিন শুল্ক কার্যকর
মার্কিন পণ্যের উপর পাল্টা শুল্কারোপের ঘোষণা চীনের
অর্থ ও বাণিজ্য ডেস্ক
প্রকাশিত: ২২:২৮, ৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২২:৩২, ৪ ফেব্রুয়ারি ২০২৫
বিশ্বের অন্যতম বড় অর্থনীতির এ দেশ দুটির পাল্টাপাল্টি এ অবস্থান সারা বিশ্বের বাণিজ্যে অস্থিরতা সৃষ্টি করবে। ছবি : মার্কেটওয়াচ।
মার্কিন যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে বড় ধরনের অর্থনৈতিক পদক্ষেপের ঘোষণা দিয়েছে চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন থেকে আমদানি করা পণ্যের উপর ১০ শতাংশ হারে শুল্কারোপ করে। এর পাল্টা পদক্ষেপ হিসেবে আজ মঙ্গলবার নতুন এ উদ্যোগের ঘোষণা দেয় চীন। এর ফলে এখন চীনও যুক্তরাষ্ট্রর বিভিন্ন পণ্যের উপর শুল্কারোপ করবে।
আজ প্রকাশিত এক বিবৃতিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, এ ঘোষণার মধ্য দিয়ে আমরা ট্রাম্প প্রশাসনের শুল্কারোপের উদ্যোগ নিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বিরোধ মীমাংসা সংক্রান্ত কার্যক্রমের সুবিধা নিতে পারবো।
মন্ত্রণালয় থেকে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের এ উদ্যোগ বহুমুখী বাণিজ্য ব্যবস্থার গুরুতর লঙ্ঘন। একইসঙ্গে, এ উদ্যোগ অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তি এবং চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ককেও অবমূল্যায়ন করেছে। এর ফলে বৈশ্বিক বাণিজ্যের সরবরাহ ব্যবস্থায় বড় রকমের ব্যাঘাত ঘটেছে।’
এর আগে গত রবিবার এক বিবৃতির মধ্য দিয়ে প্রথমবার এ শুল্কারোপের ঘোষণা দেয় চীন। এ সময় দেশটির তরফ থেকে ডব্লিউটিওতে এ বিষয়ে অভিযোগ জানানোর মধ্য দিয়ে নিজেদের অধিকার রক্ষার প্রতীক্ষা করে দেশটি। একইসঙ্গে, যুক্তরাষ্ট্রের এ উদ্যোগ রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের কথাও জানায় চীন।
এদিকে, চীনের অর্থ মন্ত্রণালয় থেকে ঘোষিত এ উদ্যোগ অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের রফতানিকৃত নির্দিষ্ট ধরনের কিছু কোমল পানীয় ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের উপর ১৫ শতাংশ; ক্রড তেল, কৃষি যন্ত্রাদি, বড় আকারের গাড়ি এবং পিক আপ ট্রাকের উপর ১০ শতাংশ হারে শুল্কারোপ করা হয়। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে এ উদ্যোগ কার্যকর হবে।
এছাড়াও, দুই ডজনেরও বেশি ধাতব পণ্য ও এর সঙ্গে সম্পর্কিত প্রযুক্তি পণ্যের উপর শুল্কারোপ করে চীনের বাণিজ্য মন্ত্রণালয় ও কাস্টমস। মার্কিন রফতানি নিয়ন্ত্রণে ধার্য করা এসব শুল্ক খুব শিগগিরই কার্যকর হবে।
একইসঙ্গে, মার্কিন দুটি প্রতিষ্ঠানের উপরও শুল্কারোপের সিদ্ধান্ত নিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। এগুলোর মধ্যে একটি হচ্ছে ইলুমিনা নামের একটি বায়োটেক কোম্পানি এবং অন্যটি হচ্ছে ফ্যাশন প্রতিষ্ঠান পিভিএইচ গ্রুপ। কেলভিন ক্লেইন এবং টমি হিলফিজার মালিকাধীন ওই প্রতিষ্ঠান দুটি বিভিন্ন কৌশলে বাজার অস্থিতিশীল করে বলে অভিযোগ করেছে চীন।
তবে, এ অভিযোগ অস্বীকার করে খুব দ্রুতই চীনের সঙ্গে সমস্যা মিটিয়ে ফেলার আশা প্রকাশ করেছে পিভিএইচ গ্রুপ।
উল্লেখ্য, মার্কিন রফতানির ক্ষেত্রে ২০ বিলিয়ন ডলারের সমপরিমাণ পণ্যের উপর এ শুল্কারোপ হবে, যা মোট রফতানি বাণিজ্যের ১২ শতাংশ। অপরদিকে, যুক্তরাষ্ট্র চীনের যেসব পণ্যের উপর শুল্কারোপ করেছে, তার বাজারদর ৪৫০ বিলিয়ন ডলারেরও বেশি।
সূত্র : সিএনএন।