স্পেনে বাড়ি কিনতে ১০০% কর দিতে হবে ইইউ বহির্ভূতদের
অর্থ ও বাণিজ্য ডেস্ক
প্রকাশিত: ২১:৪৮, ১৪ জানুয়ারি ২০২৫; আপডেট: ২১:৫২, ১৪ জানুয়ারি ২০২৫
প্রধানমন্ত্রী সানচেজ বলেছেন, স্পেনের স্থানীয় বাসিন্দাদের জন্য আবাসনের ঘাটতি কমানোর লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইউরোপিয় ইউনিয়ন (ইইউ)-এর অন্তর্ভুক্ত নয় - এমনসব দেশের কোনো নাগরিক স্পেনে বাড়ি কিনতে চাইলে তাকে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত কর দিতে হবে। দেশটিতে আবাসন খাতে চলমান সঙ্কট মোকাবিলায় এ পরিকল্পনা করছে সরকার।
ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।
প্রতিবেদনটিতে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের বরাত দিয়ে বলা হয়েছে, প্রাথমিকভাবে এ পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এই কর কীভাবে কার্যকর করা হবে অথবা এটি অনুমোদনের জন্য কবে সংসদে উপস্থাপন করা হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি।
সানচেজ বলেন, দেশে আবাসনের যে সঙ্কট চলছে, তা মোকাবিলা করতেই ১০০ শতাংশ কর আরোপের 'আকস্মিক' এ পদক্ষেপটি নিতে হয়েছে।
তিনি বলেন, ধনী বাড়িওয়ালা এবং দরিদ্র ভাড়াটে - এ দুই শ্রেণিতে সমাজের বিভাজন ঠেকানো এখন পশ্চিমা দেশগুলোর জন্য একটি চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
মাদ্রিদের একটি অর্থনৈতিক ফোরামে এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ২০২৩ সালে ইইউয়ের বাইরের দেশের বাসিন্দারা স্পেনে ২৭ হাজার সম্পত্তি কিনেছেন। তবে, এগুলো তারা নিজেরা থাকার জন্য কেনেননি; এসব বাড়ি তারা কিনেছেন ভাড়া দিয়ে অর্থ উপার্জনের জন্য। স্পেনে আবাসনের যে কঠিন সমস্যা চলছে, এ অবস্থায় এমন ব্যাপারগুলো আমরা চলতে দিতে পারি না।
প্রধানমন্ত্রী সানচেজ বলেছেন, স্পেনের স্থানীয় বাসিন্দাদের জন্য আবাসনের ঘাটতি কমানোর লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি উল্লেখ করেন, যারা তিন, চার বা পাঁচটি অ্যাপার্টমেন্ট ভাড়া দিয়ে আয় করছেন, তারা হোটেলের চেয়েও কম কর দেবে- এটি ন্যায়সঙ্গত নয়।
এ কর কীভাবে বা কবে থেকে কার্যকর হবে, এ ব্যাপারে বিস্তারিত জানাননি সানচেজ। সিদ্ধান্তটি সংসদে আইন হিসেবে পাস করানোর জন্য তিনি চেষ্টা চালাচ্ছেন। অতীতে অবশ্য দেখা গেছে, পর্যাপ্ত সমর্থন আদায় করতে ব্যর্থ হওয়ায় অনেক সিদ্ধান্তই তিনি আইন হিসেবে পাস করাতে পারেননি।
তবে, তার সরকার বলেছে, 'সতর্কতার সঙ্গে নিরীক্ষার' পর প্রস্তাবটি চূড়ান্ত করা হবে।