ভারত থেকে আনা ২৬ হাজার ৯৩৫ মেট্রিক টন চাল চট্টগ্রাম পৌঁছেছে
অর্থ ও বাণিজ্য ডেস্ক
প্রকাশিত: ২০:৫৯, ১২ জানুয়ারি ২০২৫; আপডেট: ২১:০৩, ১২ জানুয়ারি ২০২৫
এমভি এসডিআর ইউনিভার্স নামের জাহাজটি চাল নিয়ে গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম বন্দরে পৌঁছে।
ভারত থেকে আমদানি করা ২৬ হাজার ৯৩৫ মেট্রিক টন চাল বহনকারী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। গতকাল শনিবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
ভারতের অন্ধ্র প্রদেশের কাকিনাডা বন্দর থেকে চাল নিয়ে এমভি এসডিআর ইউনিভার্স নামের জাহাজটি গতকাল সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম বন্দরে পৌঁছে। জাহাজে আসা চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাসের কাজ শুরু হবে।
উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় এ চাল আনা হয়েছে। এটি বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে ভারত থেকে আমদানি করা চালের দ্বিতীয় চালান।
সূত্র : বাসস।