অর্থনীতি চাঙ্গা করতে চীনের বড় রকমের উদ্যোগের ঘোষণা
অর্থ ও বাণিজ্য ডেস্ক
প্রকাশিত: ২৩:০৪, ২৪ সেপ্টেম্বর ২০২৪; আপডেট: ২৩:১২, ২৪ সেপ্টেম্বর ২০২৪
এক সংবাদ সম্মেলনে গৃহীত নতুন উদ্যোগের ঘোষণা দেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।
চীনের কেন্দ্রীয় ব্যাংক দেশটির দীর্ঘদিন ধরে নিস্তেজপ্রায় অর্থনীতি চাঙ্গা করতে বেশ কিছু উদ্যোগ গ্রহণের ঘোষণা দিয়েছে। আজ মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না (পিবিওসি) এর গভর্নর প্যান গংশেং এ ঘোষণা দেন। এর প্রভাবে এশিয়ার গুরুত্বপূর্ণ শেয়ার বাজারগুলোতে উর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।
বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির এ দেশটি চলতি বছর তাদের নির্ধারিত ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করতে ব্যর্থ হবে। চলতি মাসে প্রাপ্ত বিভিন্ন উপাত্তের ভিত্তিতে এ তথ্য জানানো হয়। এর পরই এসব উদ্যোগ গ্রহণ করে কেন্দ্রীয় ব্যাংক। গৃহীত এসব উদ্যোগের মধ্যে ঋণের সুদের হার কমানো এবং ব্যাংকগুলোর ঋণ দেওয়ার পরিমাণ বাড়ানোর মতো বিষয়গুলো উল্লেখযোগ্য।
এছাড়া, কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকগুলোর নগদ অর্থ রিজার্ভের পরিমাণ কমাবে বলে এক সংবাদ সম্মেলনে গভর্নর জানান। প্রাথমিক পর্যায়ে এ রিজার্ভের পরিমাণ অর্ধ শতাংশ পয়েন্ট কমানো হবে বলে জানানো হয়।
এর মধ্য দিয়ে এক ট্রিলিয়ন ইউয়ান বা ১৪২ বিলিয়ন ডলার বাজারে অবমুক্ত করা সম্ভব হবে বলে আশা করছে চীন। পরবর্তীতে রিজার্ভের পরিমাণ আরও কিছুটা কমানো হতে পারে বলে গভর্নর প্যান জানান।
একইসঙ্গে, বর্তমানে চীনের সমস্যাগ্রস্ত প্রোপার্টি মার্কেটের অবস্থা ফিরিয়ে আনতেও বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রিয়েল এস্টেট বাজারের জন্য নেওয়া উদ্যোগগুলো উল্লেখযোগ্য। এক্ষেত্রে, বিদ্যমান বন্ধকী ঋণের সুদের পরিমাণ কমিয়ে আনা এবং যেকোনো ধরনের বাড়ি কেনার ক্ষেত্রে ডাউন পেমেন্টের পরিমাণ সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
২০২১ সাল থেকেই দেশটির রিয়েল এস্টেট শিল্পে ব্যাপক অস্থিরতা বিরাজ করছে। অনেক ডেভোলাপার প্রতিষ্ঠানই বড় ধরনের লোকসানের শিকার হয়ে ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। এমনকি একটি বড় সংখ্যক অবিক্রিত বাড়ী এবং ভবন নির্মাণ প্রকল্পের কাজ মাঝপথেই বন্ধ বা বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, বেশ কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক দ্য ইউএস ফেডারেল রিজার্ভ এর সুদের হার কমানোর উদ্যোগ নেয়। গত চার বছরের মধ্যে এবারই প্রথমবারের মতো এ ধরনের কোনো উদ্যোগ নেয় ব্যাংকটি।
একইসঙ্গে, সুদের হার কমানোর এ পরিমাণ ছিলো তাদের সচরাচর হ্রাসকৃত হারের তুলনায় অনেক বেশি। আর, এর কয়েকদিনের মধ্যেই এসব উদ্যোগ নিলো চীনের কেন্দ্রীয় ব্যাংক। চীনের এ উদ্যোগের প্রভাব পড়েছে সাংহাই ও হংকংয়ের গুরুত্বপূূর্ণ শেয়ার বাজারগুলোতে। এসব শেয়ার বাজারের গুরুত্বপূর্ণ স্টক ইনডেক্সের মান প্রায় ৪ শতাংশের বেশি বাড়তে দেখা গেছে।
সূত্র : বিবিসি।