রোহিঙ্গা ইস্যু
বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সমর্থন বাড়ানোর আশ্বাস জাতিসংঘের
স্বদেশ ডেস্ক
প্রকাশিত: ০১:১১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০১:১৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয়দাতা হিসেবে বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সমর্থন বাড়ানোর আশ্বাস দিয়েছে জাতিসংঘ। ছবি : ইন্টারনেট।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বিষয়ে দেশের প্রতি আন্তর্জাতিক সমর্থন বাড়ানোর আশ্বাস দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গত ২৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে পাঠানো এক চিঠিতে এ বিষয়টি নিশ্চিত করেন।
এ ক্ষেত্রে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয়দাতা হিসেবে বাংলাদেশের প্রতি সমর্থন নিশ্চিতে জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় করা অব্যাহত রাখবে বলে চিঠিতে জানানো হয়।
এতে মহাসচিব গুতেরেস জানান, রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশ ও এ অঞ্চলের ওপর পড়া প্রভাব এবং রাখাইনে ক্রমবর্ধমান মানবিক সংকট নিয়ে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টার উদ্বেগের সঙ্গে একমত।
চিঠিতে তিনি বলেন, ‘রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবর্তনের জন্যে উপযোগী পরিবেশ তৈরি করাসহ মিয়ানমারের সংকটের একটি রাজনৈতিক সমাধানের উদ্দেশ্যে আঞ্চলিক অংশীদার, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট (আসিয়ান) ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আমি আমার বিশেষ দূতের মাধ্যমে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাব।’
জাতিসংঘ এই ইস্যুতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে বলে আশ্বস্ত করেন তিনি। এর মধ্যে জরুরি ত্রাণ সমন্বয়কারী এবং মিয়ানমারের আবাসিক ও মানবিক সমন্বয়কারীর মাধ্যমে রাখাইনসহ সারা মিয়ানমারে নিরাপদ, দ্রুত, টেকসই ও বাধাহীন মানবিক সহায়তা পৌঁছানোর ব্যবস্থা নিশ্চিত করা অন্তর্ভুক্ত থাকবে বলে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি জাতিসংঘ মহাসচিবকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়। প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকার বিষয়ক উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান মহাসচিবের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকের সময় এ চিঠি হস্তান্তর করেন।
সূত্র : বিএসএস নিউজ।