স্বদেশ

১০০ দিনে সবল অবস্থানে অর্থনীতি : প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ১২:৩৭, ১৮ নভেম্বর ২০২৪;  আপডেট: ১৫:২৯, ১৮ নভেম্বর ২০২৪

১০০ দিনে সবল অবস্থানে অর্থনীতি : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ।

আর্থিক দিক থেকে একশ’ দিন আগে দেশ যে লণ্ডভণ্ড অবস্থা থেকে যাত্রা করেছিলো, সেটা এখন অতীত ইতিহাস বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে, এ সময়ের মধ্যে অর্থনীতি সবল অবস্থানে চলে এসেছে বলেও উল্লেখ করেন তিনি।

অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে গতকাল রবিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা যখন কাজ শুরু করেছি, দেশের অর্থনীতি ছিল বিপর্যস্ত। বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে। আশার কথা, এই রিজার্ভ পরিস্থিতি এখন উন্নতির পথে। গত তিন মাসে রিজার্ভে কোনো রকম হাত না দিয়েই আমরা প্রায় ২ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ শোধ করতে পেরেছি। অর্থনীতি পুনরুদ্ধারে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।'

বিশ্বব্যাংক, আইএমএফ-সহ বিভিন্ন দাতা সংস্থা ইতোমধ্যে ঋণ ও অনুদান হিসেবে প্রায় ৮ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং এর মধ্য দিয়ে দেশের ভঙ্গুর অর্থনীতিকে সচল করা সম্ভব হবে বলে এ সময় আশা প্রকাশ করেন তিনি।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি আরও বলেন, ‘বলা বাহুল্য এখনও আমাদের বন্ধুদের কাছ থেকে যে সাহায্যের আয়োজন হয়েছে তা আসা শুরু করেনি। বন্ধু রাষ্ট্রগুলি শুধু যে আমাদের জন্য বড় বড় অংকের সাহায্য নিয়ে আসছে তাই নয়, তারা এই সাহায্য দ্রুততম সময়ে আসা শুরু করবে এই প্রতিশ্রুতিও আমাকে দিয়েছে। এই সাহায্য আসা শুরু করলে আমাদের অর্থনীতি অত্যন্ত মজবুত এবং আকর্ষনীয় অর্থনীতিতে পরিণত হবে। বিদেশী বিনিয়োগকারীরাও নানা রকম বিনিয়োগে উৎসাহীত হয়ে এগিয়ে আসবে।’

ডক্টর মুহাম্মদ ইউনূস বলেন, ‌'পতিত সরকার আমাদের জন্য যে ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি রেখে গিয়েছে তাতে রাজস্ব আদায়ে গতি আনতে হিমশিম খেতে হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডকে। এর মধ্যেও জুলাইয়ের নেতিবাচক অবস্থা থেকে অক্টোবর নাগাদ রাজস্ব আদায়ে পৌনে ৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।'

অন্যদিকে, গার্মেন্টস শিল্পে অস্থিরতা সত্ত্বেও মালিক-শ্রমিকের মধ্যে ১৮ দফার একটি ব্যাপকভিত্তিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে প্রধান উপদেষ্টা জানান। একইসঙ্গে, অক্টোবর মাসে রপ্তানিতে প্রায় ২১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে বলে এ সময় উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভ-আন্দোলনে পতন হয় বিগত আওয়ামী লীগ সরকারের। ওই দিন ডক্টর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে।

 

সূত্র : বিএসএসনিউজ