রাজনীতি

প্রথমবারের মতো রাশিয়া ও ইন্দোনেশিয়ার যৌথ নৌ মহড়া শুরু

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ২১:৪১, ৪ নভেম্বর ২০২৪;  আপডেট: ২১:৪৯, ৪ নভেম্বর ২০২৪

প্রথমবারের মতো রাশিয়া ও ইন্দোনেশিয়ার যৌথ নৌ মহড়া শুরু

যৌথ মহড়ায় অংশ নিতে নৌবাহিনীর তিনটি করবেট শ্রেণীর যুদ্ধজাহাজ পাঠিয়েছে রাশিয়া।

রাশিয়ার নৌবাহিনীর সঙ্গে প্রথমবারের মতো নৌ মহড়া শুরু করলো ইন্দোনেশিয়া। আজ সোমবার জাভা সাগরে এ মহড়া শুরু হয়। ইন্দোনেশিয়ার নৌবাহিনীর তরফ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ইন্দোনেশিয়ার সুরাবায়া শহরের নিকটবর্তী জাভা সাগরে আগামী শুক্রবার পর্যন্ত টানা পাঁচদিন এ মহড়া চলবে। এর আগে, গতকাল রবিবার মহড়ায় অংশ নিতে রাশিয়ার বেশ কয়েকটি যুদ্ধজাহাজ ইন্দোনেশিয়ায় এসে পৌঁছে।

এ যৌথ মহড়ায় অংশ নিতে রাশিয়ার নৌবাহিনীর তিনটি করবেট শ্রেণীর যুদ্ধজাহাজ, একটি মাঝারি আকারের ট্যাঙ্কার, একটি সেনা হেলিকপ্টার এবং টাগবোট পাঠানো হয়। ইন্দোনেশিয়ার নৌবাহিনীর তরফ থেকে এসব তথ্য জানানো হয়।

এ বিষয়ে ইন্দোনেশিয়ার নৌবাহিনীর কমান্ডার দেনিহ হেনদ্রাতা বলেন, ‘প্রথমবারের মতো যৌথ মহড়ায় অংশ নিতে অনেক দূর থেকে রাশিয়ার যুদ্ধ জাহাজগুলো ইন্দোনেশিয়ায় এসেছে। মূলত, দেশ দুটির মধ্যে এবং বিশেষত নৌবাহিনীর মধ্যে ক‍ূটনৈতিক সম্পর্ক জোরদারে এ উদ্যোগ নেওয়া হয়েছে।’

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর কমান্ডারের প্রকাশিত এ বিবৃতিতে রাশিয়ার একজন কূটনীতিকের বার্তাও প্রকাশ করা হয়। এতে, দুই দেশের নৌবাহিনীর মধ্যে মূলত জ্ঞানের আদান-প্রদানের জন্য এ যৌথ মহড়ার আয়োজন করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

এদিকে, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ইন্দোনেশিয়া সাধারণত নিরপেক্ষ ভূমিকা পালন করে থাকে। ফলে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বা যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরে চলা বৈরি সম্পর্কের ক্ষেত্রে দেশটি কখনোই কোনো পক্ষ অবলম্বন করেনি।

তবে, সম্প্রতি ইন্দোনেশিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী প্রোবোওয়ে সিবিয়ান্তো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। এর পরেই তিনি দেশটির দীর্ঘদিনের পররাষ্ট্র নীতির প্রথা ভেঙ্গে বিশ্বের সব দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারে উদ্যোগী হন।

আর, এর অংশ হিসেবেই রাশিয়ার সঙ্গে এ যৌথ নৌ মহড়ার আয়োজন করা হয়। এক্ষেত্রে, গত জুলাইয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগেই একবার রাশিয়া সফরে যান প্রোবোওয়ে। সে সময়ই তিনি দেশটির সঙ্গে সম্পর্ক জোরদারের ইচ্ছা প্রকাশ করেন।

সফর চলাকালে প্রেসিডেন্ট প্রোবোওয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেন, ‘আমরা রাশিয়াকে একজন ভালো বন্ধু হিসেবে বিবেচনা করি। আর, আমি এ সম্পর্ক বজায় রাখতে ও আরও এগিয়ে নিয়ে যেতে চাই।’

উল্লেখ্য, ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করলে ইন্দোনেশিয়ার সঙ্গে তাদের বিশাল অঙ্কের বাণিজ্য চুক্তি মুখ থুবড়ে পড়ে। পরবর্তীতে, ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে হামলা চালালে ইন্দোনেশিয়ার সঙ্গে দেশটির সম্পর্কের আরও অবনতি হয়।

তবে, ২০১৯ সালে প্রোবোওয়ে ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হওয়ার পর থেকে ধীরে ধীরে সম্পর্কের উন্নতি হতে থাকে। এমনকি, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকী সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে একটি যুদ্ধবিমান কিনতে গত বছর দেশটির সঙ্গে ১১০ কোটি ডলারের চুক্তি করেন প্রেসিডেন্ট প্রোবোওয়ে।

সূত্র : ডয়চে ভেলে।