বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার মাল্টিপল-এন্ট্রি ভিসার আহ্বান
প্রবাস ডেস্ক
প্রকাশিত: ২০:৫৫, ১৪ জানুয়ারি ২০২৫; আপডেট: ২১:০৩, ১৪ জানুয়ারি ২০২৫
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান।
প্রয়োজন অনুযায়ী সহজে দেশে ফেরার সুযোগ করে দিতে বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা (একবার ভিসা নিয়ে একাধিকবার ভ্রমণের সুবিধা) প্রদানে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
গতকাল সোমবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান। সাক্ষাতকালে এ আহ্বান জানান প্রধান উপদ্ষ্টো।
এ ছাড়া, গত বছরের মে মাসে নির্ধারিত সময়সীমার মধ্যে কাজে যোগ দিতে না পারা ১৮ হাজার বাংলাদেশি শ্রমিকের মালয়েশিয়া প্রবেশের সুযোগ করে দিতেও আহ্বান জানান তিনি।
হাইকমিশনার জানান, মালয়েশিয়া ও বাংলাদেশের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি যৌথ কারিগরি কমিটি গত ৩১ ডিসেম্বর এ বিষয়ে কুয়ালালামপুরে বৈঠক করেছে এবং মঙ্গলবার একই বিষয়ে আরেকটি বৈঠকের পরিকল্পনা রয়েছে।
গত অক্টোবর মাসে ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, মালয়েশিয়া এ প্রক্রিয়াটি দ্রুত এগিয়ে নেবে যেন বাংলাদেশি শ্রমিকদের পরবর্তী দলটি কাজের উদ্দেশ্যে মালয়েশিয়ায় যাওয়ার পরিকল্পনা করতে পারে।
বাংলাদেশে আরও বেশি মালয়েশীয় বিনিয়োগের ব্যাপারেও আলোচনা হয়।
সূত্র : বাসস।