প্রবাস

প্রবাসীদেরকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ১৩:৫১, ৩০ আগস্ট ২০২৪;  আপডেট: ১৩:৫২, ৩০ আগস্ট ২০২৪

প্রবাসীদেরকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান

বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ইউরোপ-আমেরিকাসহ পুরো বিশ্বে অবস্থান করা প্রবাসীদেরকে আহ্বান জানিয়েছে ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের সংগঠন ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাব। সংকট মোকাবিলায় জরুরি সেবা ও সরকারি উদ্যোগকে সহযোগিতা করার প্রতিশ্রুতিও দিয়েছে সংগঠনটি।

সংগঠনটির সভাপতি জমির হোসেন ও সাধারণ সম্পাদক কবির আল মাহমুদের যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

জমির হোসেন বলেন, অন্যান্য সাধারণ মানুষের মতো আমরাও সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে বেশ উদ্বিগ্ন। এ কঠিন সময়ে দেশের মানুষের পাশে থাকার পাশাপাশি আমরা তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করতে চাই। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ত্রাণ ও সহায়তা দেওয়ার জন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছি এবং বন্যার্ত মানুষকে পুনরুদ্ধার ও ঘরবাড়ি পুনর্নির্মাণের জন্য আমরা যেকোনো সহায়তা করতে প্রস্তুত আছি।

কবির আল মাহমুদ বলেন, খুব দ্রুত আমরা আমাদের দেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী ও মানবতাবাদী সংগঠনের সঙ্গে যোগাযোগের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নিতে চাই। এ দুর্যোগ মোকাবিলায় জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে আমাদের সবাইকে সম্মিলিতভাবে একসঙ্গে কাজ করতে হবে।

সূত্র : ঢাকা পোস্ট।