প্রবাস

আমেরিকার সঙ্গীতের মূলধারায় নাম লেখাতে প্রতিযোগিতায় পাপী মনা

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ২৩:০৪, ৬ জুলাই ২০২৪;  আপডেট: ২৩:০৮, ৬ জুলাই ২০২৪

আমেরিকার সঙ্গীতের মূলধারায় নাম লেখাতে প্রতিযোগিতায় পাপী মনা

দীর্ঘ ২৫ বছর ধরে সঙ্গীত চর্চা করা পাপী মনা জানান, আমেরিকান সঙ্গীতের মূলধারায় কাজ করা তার দীর্ঘদিনের স্বপ্ন।

বিশ্বখ্যাত ম্যাগাজিন 'রোলিং স্টোন' আয়োজিত 'আমেরিকাস নেক্সট টপ হিটমেকার'-এ প্রতিযোগিতা করার জন্য প্রথমবারের মত নাম এসেছে বাংলাদেশি বংশোদ্ভূত সঙ্গীতশিল্পী পাপী মনার। তার লেখা, সুর করা ও নিজের কণ্ঠে গাওয়া 'নো স্ট্যান্ডিং এনিটাইম' গানটি 'আমেরিকাস নেক্সট টপ হিটমেকার'-এ জমা দিলে তা গৃহীত হয়। তবে, ভোটাভুটির মাধ্যমে প্রথম হলে ১০ হাজার ডলার পুরস্কারের পাশাপাশি ফিউচার অব মিউজিক শোকেসে পারফরম্যান্সের সুযোগ মিলবে।

রোলিং স্টোন ম্যাগাজিনটি সঙ্গীত, রাজনীতি ও জনপ্রিয় সংস্কৃতির ওপর আলোকপাত করে। এটি ১৯৬৭ সালে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে প্রতিষ্ঠিত হয় ।

কলোসাল ও রোলিং স্টোন 'আমেরিকাস নেক্সট টপ হিটমেকার'-এ একসঙ্গে কাজ করছে।

কলোসাল-এর সিইও মেরি হেগেন বলেন, 'পরবর্তী বড় হিট তৈরি করতে ভাগ্যের চেয়েও বেশি কিছু লাগে ৷ আমেরিকাস নেক্সট টপ হিটমেকারের মাধ্যমে আমরা একজন সঙ্গীতশিল্পীকে শিল্পজগতে জায়গা করে দিতে সহযোগিতা করছি।'

অনলাইনে এ ভোট চলবে ১১ জুলাই পর্যন্ত। বিশ্বের যে-কোন জায়গা থেকে ভোট দেওয়া যাবে। পাপী মনাকে ভোট দেওয়া যাবে এ ওয়েব ঠিকানায় গিয়ে : https://tophitmaker.org/2024/papi-mona.

তথ্যসূত্র : সংবাদ বিজ্ঞপ্তি।