প্রবাস

রেমিট্যান্সের বিপরীতে নগদ সহায়তা পদ্ধতি সহজ হলো

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ২০:১৩, ২৩ মে ২০২২;  আপডেট: ০১:৩৯, ২৯ অক্টোবর ২০২২

রেমিট্যান্সের বিপরীতে নগদ সহায়তা পদ্ধতি সহজ হলো

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।

বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠানোর বিপরীতে নগদ সহায়তা প্রদানের পদ্ধতি সহজ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে পাঁচ হাজার ডলার অথবা পাঁচ লাখ টাকার বেশি রেমিট্যান্স এলে কোনও ধরনের কাগজপত্র ছাড়াই প্রণোদনা পাওয়া যাবে। চলমান ডলার সঙ্কট নিয়ন্ত্রণে এখন তা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক।

আজ সোমবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি পরিপত্র জারি করেছে। এতে বলা হয়েছে, আজ থেকেই তা কার্যকর হয়েছে।

পরিপত্রে উল্লেখ করা হয়, পাঁচ হাজার ডলার অথবা পাঁচ লাখ টাকার বেশি রেমিট্যান্স দেশে পাঠালে প্রণোদনা বা নগদ সহায়তা পাওয়ার ক্ষেত্রে প্রবাসীর কাগজপত্র বিদেশের এক্সচেঞ্জ হাউজ থেকে পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে। তবে এখন থেকে দেশে রেমিট্যান্স পাঠানোর বিপরীতে কোনও ধরনের কাগজপত্র ছাড়াই আড়াই (২ দশমিক ৫০) শতাংশ হারে নগদ সহায়তা পাওয়া যাবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।

সূত্র : বাসস।